সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে ফেসবুক এখন জনপ্রিয়তার শীর্ষে। আর গুগল-মাইক্রোসফটের সঙ্গে পাল্লা দিয়ে নিজেদের ব্র্যান্ড ভ্যালুটা বেশ শক্তভাবেই ধরে রেখেছে তারা। সফলতার চূড়ায় ওঠা এমন একটি প্রতিষ্ঠানে চাকরি করার স্বপ্নটা থাকে অনেক চাকরিসন্ধানীর। বাংলাদেশিদের জন্য হয়তো সেই স্বপ্নটা এবার ধরা দিতে চলেছে।
সম্প্রতি বাংলাদেশ ও পাকিস্তানের বাজারে সেলস ও মার্কেটিংয়ের কাজের জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফেসবুক। বিজ্ঞাপন অনুযায়ী ‘স্মল বিজনেস অ্যাকাউন্ট ম্যানেজার’ পদে নিয়োগ দেওয়া হবে।
আকর্ষণীয় ফলসহ বিএ বা বিএস পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। এ ছাড়া বাংলাদেশ ও পাকিস্তানের বাজারে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, ডিজিটাল মার্কেটিং বা সেলসে ছয় বছর বা অধিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি প্রার্থীদের ইংরেজি ও নিজ মাতৃভাষার ওপরে দক্ষতা থাকতে হবে।
প্রার্থীরা সমস্যা বিশ্লেষণ ও সমাধান এবং ব্যবস্থাপনায় নিজেকে দক্ষ মনে করলেই আবেদন করতে পারবেন ফেসবুকের (bit.ly/2aThU2o) মাধ্যমেই। নির্বাচিত প্রার্থীকে ফেসবুকের সিঙ্গাপুর অফিসে নিয়োগ দেওয়া হবে।
from Jobs Circular BD http://ift.tt/2apJXYT
via IFTTT